শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ - ০০:৩৬
হযরত আলী ইবনে আবি তালিব (আঃ)

হাওজা / হযরত আলী ইবনে আবি তালিব (আঃ) সম্পর্কে মহানবী (সাঃ)-এর হাদীস (আহলে সুন্নাতের বিভিন্ন নির্ভরযোগ্য হাদীস গ্রন্থ থেকে সংকলিত)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস মাসাবিহুস সুন্নাহ, সুনানে তিরমিযী, মুসনাদে আহমাদ পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

عَلِيٌّ مِنِّي وَ أَنَا‌مِنْ عَلِيٍّ، وَلَا يُؤَدِّي عَنِّي إِلَّا أَنَا أَوْ عَلِيٌّ.

আলী আমা থেকে আর আমি আলী থেকে, আমি আর আলী ব্যতীত কেউই আমার (রেসালাতের) অধিকার পূরণ করেনি।

(মাসাবিহুস সুন্নাহ ৪:১৭২/৪৭৬৮, সুনানে তিরমিযী ৫:৬৩৬/৩৭১৯, মুসনাদে আহমাদ ৪:১৬৪)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha